
আমার ঈশ্বরদী আমার বাংলাদেশ তারই মাঝে মেগাসান বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে পাবনার ঈশ্বরদীতে মেগাসান মেডিকেল ইন্ডাষ্ট্রিজ বাংলাদেশ লিমিটেড অ্যাসেম্বলি প্লান্ট এর ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন মেগাসান টারকি “Megasan Turkey” এর অনারেবল চেয়ারম্যান আরিফ চিলেকতিন।
শুরুবার(২৮ ফেব্রুয়ারি) বিকেলে ঈশ্বরদী উপজেলা অরণকোলা এলাকায় মেগাসান মেডিকেল ইন্ডাষ্ট্রিজ বাংলাদেশ লিমিটেডের আয়োজনে এই ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান হয়।
উদ্ধোধন শেষে বক্তারা বলেন, মেগাসান মেডিকেল ইন্ডাষ্ট্রিজ বাংলাদেশ লিমিটেড অ্যাসেম্বলি প্লান্টের কাজ সম্পন্ন হলে বিদেশ থেকে মেডিকেল ইকুপমেন্ট আমদানি করতে হবে না। এখান কার উৎপাদিত মালামাল বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে এবং বাংলাদেশ ও তুরস্ক ভাতৃত্ববোধ অর্জন হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তারেব মন্ডল, মেগাসান মেডিকেল ইন্ডাষ্ট্রিজ বাংলাদেশ লিমিটেডের সিও নাজমুল হাসান স্বপন, পরিচালক নাজিফা বিনতে হাসান, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী ইহাসান, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে সভাপতি আজিজুর রহমান শাহিন।






