
পাবনার ঈশ্বরদী উপজেলার চরগড়গড়ি (ব্র্যাক অফিস) প্রাঙ্গণে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচী, ওয়েস্ট-২ ডিভিশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্ট-২ এর প্রোগ্রাম ম্যানেজার মো: জসীম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পাবনা-১ অঞ্চলের অঞ্চলিক ব্যবস্থাপক সানজিদা মোস্তফা, ওয়েস্ট-২ ম্যানেজার মো: শাখাওয়াত হোসেন, ওয়েস্ট-২ এডমিন জিয়া উদ্দিন চৌধুরী এবং ঈশ্বরদী এলাকার ব্যবস্থাপক মোহাম্মদ আবদুর রাজ্জাক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চরগড়গড়ি শাখা ব্যবস্থাপক মোছাঃ মালা খাতুন এবং সঞ্চালনা করেন ওয়েস্ট-২ আর.এম. মো: আবুল কালাম আজাদ।
ক্যাম্পে প্রায় ৩০০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং প্রয়োজনীয় রোগীদের চশমা বিতরণ করা হয়।