
পাবনা প্রতিনিধিবিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে পাবনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমুল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা সদর উপজেলা শাখার উদ্যোগে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা সদর উপজেলা শাখার সভাপতি আবু বক্কার সিদ্দিকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম। প্রধান বক্তার বক্তব্য দেন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন, সংগঠনের পাবনা জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক আরিফ বিল্লাহ, সহ-সভাপতি মুফতি নাজমুল হাসান, সেক্রেটারি সাইফুল ইসলাম, আবুল হোসেন, আলহাজ্ব আহমদ হোসেন।
বিশেষ বক্তার বক্তব্য দেন, ইসলামী যুব আন্দোলন পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন পাবনা জেলা শাখার সভাপতি হাফেজ ওমর ফারুক।
বক্তারা বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন এবং অথর্ব নির্বাচন কমিশনারের পদত্যাগ ও সংখ্যাানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রবর্তনের দাবি জানান।






