
পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার  (০৫ আগস্ট) সকালে  এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগ, পাবনা -৫ আসনের সংসদ সদস্য ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখা শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে শেখ কামালের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুইট,ত্রার্ণ ও সমাজকল্যাণ সম্পাদক শাওয়াল বিশ্বাস, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি কামরুজ্জামান রকি, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শরিফুল হক পলাশ, সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কার্যকরী সদস্য আবুল কালাম আজাদ, আরিফুল ইসলাম মিঠু, আরমান হোসেন, রেজাউল করিম মুরাদ  প্রমুখ।
 
	    	 
                                 
                                






